শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আমদানি-রফতানি বন্ধ বেনাপোল বন্দরে

বিএসএফের হয়রানি

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

বিএসএফ কর্তৃক ভারতীয় ট্রাক ড্রাইভারদের হয়রানির প্রতিবাদে গত সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। পণ্য আমদানি বন্ধ থাকায় ভারতের পেট্রাপোলে কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে। ফলে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার জানান, ভারতের ব্যাবসায়ীরা জানিয়েছেন, ভারতীয় ট্রাক ড্রাইভাররা যখন পণ্য নিয়ে পেট্রাপোল বন্দরের দিকে আসে তখন ভারতের জয়ন্তিপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে নানাভাবে হয়রানি করে। বিএসএফ কর্তৃক এ ধরনের হয়রানি বন্ধ না হওয়া পযর্ন্ত তারা বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানি করবে না বলে জানিয়েছেন।
জানা যায়, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪ থেকে ৫ শত পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। যার অধিকাংশই শিল্প করকারখানা সহ শতভাগ রফতানি গার্মেন্টস শিল্পের কাঁচামাল। বেনাপোল কাস্টম হাউসের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, বেনাপোল বন্দর দিয়ে সকাল থেকে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। ভারতে সমস্যার সমাধান হলে বাণিজ্য সচল হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন