শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

১০ দিনে ৯৪৫ মেট্রিক টন ইলিশ রফতানি

বেনাপোল বন্দর

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২১, ১২:০৯ এএম

দুর্গাপূজা উপলক্ষে গত ১০ দিনে বেনাপোল বন্দর দিয়ে ৯৪৫ মেট্রিক টন ইলিশ রফতানি হয়েছে ভারতে। সরকার এবারের দুর্গাপূজায় ভারতে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয়।

বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, বেনাপোল বন্দর দিয়ে গত ১০ দিনে ৯৪৫ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। আগামী ৩ অক্টোবরের মধ্যে সব ইলিশ ভারতে রফতানির নির্দেশনা রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে সরকার ভারতে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে।
বেনাপোল বন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে ১১৫টি প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন করে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয় সরকার। ২০ সেপ্টেম্বর ৫২টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৮০ মেট্রিক টন ও ২৩ সেপ্টেম্বর ৬৩টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রফতানির অনুমতি দেওয়া হয়। আগামী ৩ অক্টোবরের মধ্যে রফতানির শেষ দিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন