শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ব্যক্তিজীবনের কোনো কিছু নিয়েই কখনো রাখঢাক করিনি-ন্যানসি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ১২:০২ এএম | আপডেট : ৮:৩২ পিএম, ২৬ আগস্ট, ২০২১

জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি তৃতীয় বিয়ে করছেন এমন আভাস আগেই দিয়েছিলেন। তবে এবার তিনি নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বিয়ে করছেন, অডিও ও ইউটিউব চ্যানেল অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) এবং গীতিকবি মোহসিন মেহেদীকে। সম্প্রতি তারা পারিবারিকভাবে আংটি বদল করেছেন। ন্যানসি নিজেই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমরা আংটি বদল করেছি। ইচ্ছে ছিল পরিবারের সদস্যদের নিয়ে ছোট একটা অনুষ্ঠান করে বিয়ের আনুষ্ঠানিকতা সারবো। কিন্তু করোনার কারণে মনে হয় না সেটা করতে পারবো। কোনো প্ল্যান ছাড়াই হুট করে হয়তো একদিন বিয়ে করে ফেলবো। ন্যানসি জানান, মোহসিন মেহেদী সঙ্গে বিয়ের বিষয়টি একেবারেই পারিবারিকভাবে হচ্ছে। মধ্যস্থতা করছেন অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন। এরই মধ্যে ন্যানসি ও মোহসিন ফেসবুকে তাদের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘গট অ্যানগেজড’ লিখেছেন। ন্যানসি জানান, গান করতে গিয়ে মেহেদীর সঙ্গে পরিচয় হয়। গত বছর মোহসিনের লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। ন্যানসি বলেন, মোহসিনের কথায় এক বছর আগে গান করেছি, কিন্তু এটা ভাবার কারণ নাই যে তার সঙ্গে আগে থেকেই আমার সম্পর্ক ছিল। মূলত আমার আর তার বিয়ের উদ্যোগটি আনোয়ার ভাই নিয়েছেন। এরপর পারিবারিকভাবে সবকিছু হচ্ছে। ন্যানসি বলেন, শিল্পী বা ব্যক্তিজীবনের কোনো কিছু নিয়েই আমি কখনো কোনো রাখঢাক করিনি। সবাইকে জানিয়েছি। আমি জানিয়েছিলাম জায়েদের সঙ্গে আলাদা থাকা এবং বিয়ের সিদ্ধান্ত নেয়ার খবর। আইনি প্রক্রিয়ায় বিচ্ছেদ সম্পন্ন হওয়ার পরই নতুন জীবন সাজানোর চেষ্টা করছি। কোনো লুকোচুরির আশ্রয় নিইনি। তিনি বলেন, সংসার জীবনে বিচ্ছেদ মানেই মানসিক নিপীড়ন, পরিবারের দূর সম্পর্কের আত্মীয়দের টিপ্পনি, সমাজের নোংরা কথাসহ আরও অনেক কিছু শুনতে হয়। আমার বেলায়ও তাই হয়েছে। দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাওয়াই শ্রেয় বলে মনে করেছি এবং আলাদা হয়েছি। এটাও সত্যি যে, জীবনে হোঁচট খেলেও পথচলা থেমে থাকে না। তাই নতুন করে এগিয়ে চলা শুরু করতে হয়। আমিও সেটা করছি। ন্যানসি বলেন, আমি প্রথম বিয়ে করেছি পালিয়ে। দ্বিতীয় বিয়ে করেছি ঘরোয়াভাবে। দুটি বিয়ে করলেও বউ সাজিনি। কেউ আমার গায়ে হলুদ দেয়নি। হাত মেহেদিতে রাঙ্গাইনি। বিয়ে মানে তো দুই হাত ভরে মেহেদি, গায়ে হলুদ দেওয়া। এখন তো বিয়ের আগে-পরে কত আয়োজন হয়। কিন্তু আমার আগের দুটো বিয়েতে কোনো সাজসজ্জা ছিল না। এমনকি আমার বিয়ের কোনো ছবিও নেই। এজন্য যতটা পারি অনুষ্ঠান করেই বিয়েটা করব বলে ঠিক করেছিলাম। করোনার কারণে ঘটা করে আয়োজন করা সম্ভব হবে কিনা জানি না। উল্লেখ্য, ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যানসি। জায়েদ ময়মনসিংহ পৌরসভার কর্মকর্তা এবং ব্যবসায়ী। ন্যানসির এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালের ২৪ মে বিচ্ছেদ হয় তাদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
Khaled Mosharof Sonjoy ২৭ আগস্ট, ২০২১, ২:৫৪ এএম says : 0
তিন তিনটা বিয়ের পরে কেউ আর রাখডাক করবে কেমনে??
Total Reply(0)
Sirajul Islam ২৭ আগস্ট, ২০২১, ২:৫৪ এএম says : 0
ঘুমের বড়ি ছয়টি কে খেয়ে ছিল?
Total Reply(0)
Md Mohin Islam ২৭ আগস্ট, ২০২১, ২:৫৪ এএম says : 0
করবি কিল্লাই যেখানেই হাত বাড়াছ চাহিদা টুকু নিয়ে নেস।
Total Reply(0)
সোয়েব আহমেদ ২৭ আগস্ট, ২০২১, ২:৫৫ এএম says : 0
একে এখন দল থেকে বহিষ্কার করা দরকার,এইটা এক সময় বিএনপির জন্য সমস্যা হয়ে দাঁড়াবে
Total Reply(0)
Nazrul Islam Razib ২৭ আগস্ট, ২০২১, ২:৫৬ এএম says : 0
অনেক দিন তৃতীয় বিয়ে খাইনা, সামনে একটা সুযোগ আসছে, দাওয়াতের প্রত্যাশায় আছি
Total Reply(0)
S M Sayed Hassan ২৭ আগস্ট, ২০২১, ২:৫৭ এএম says : 0
প্রতিটি সন্তানের আলাদা বাবা এবং মা এক ন্যান্সি । দুঃখজনক ব্যাপার একটা। বিনোদন জগতের মানুষের সুখ খুজতে যেয়ে বারবার সংসার ভাঙার কথা শুনি। কিন্তু এই সংসার ভেঙে আদৌ কি সুখে আছে তারা? মাঝেমাঝে কনফিউশানে পড়ি। যাইহোক নতুন দিনের জন্য শুভকামনা আপি
Total Reply(0)
আশফাক আহমেদ ২৭ আগস্ট, ২০২১, ২:৫৭ এএম says : 0
তারা ডিভোর্সের পরেও একে অপরের প্রতি বন্ধুত্বের সম্মান রাখতে পারে, খালি একসাথে থাকতে পারেনা এই আরকি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন