বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাঙ্গন

৬ দফা দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি

ইবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ৪:৪৩ পিএম

ক্যাম্পাস বন্ধ থাকাকালীন পরিবহন ও আবাসন ফি মওকুফসহ ৬ দফা দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বুধবার (১ সেপ্টেম্বর) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামকে অনলাইনে এই স্মারকলিপি প্রদান করেন শাখা ছাত্রদল।

৬ দফার অন্যান্য দাবিগুলো হলো-অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ক্লাশ পরীক্ষা নিশ্চিত করতে হবে, সকল শিক্ষার্থীদের ভ্যাক্সিন নিশ্চিত করতে হবে, আবাসিক হলে চুরির ঘটনায় জড়িতদের তদন্ত সাপেক্ষে শাস্তি প্রদান করতে হবে ও ক্যাম্পাস খুলে সকল সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে।

স্মারকলিপিতে বলা হয়, করোনার অজুহাতে প্রায় দেড় বছর বিশ্ববিদ্যালয় বন্ধ আছে। এসময় শিক্ষার্থীদের সকল সেবা বন্ধ থাকলেও সেশন ফির সাথে অন্যান্য ফি প্রদানের নোটিশ প্রেরণ করা হয়েছে। করোনাকালীন সময়ে অধিকাংশ শিক্ষার্থীরা আর্থিক সংকটে আছেন। এসময় শিক্ষার্থীদের উপর সকল ফি চাপিয়ে দেয়া অমানবিক ও অযৌক্তিক। তাই ইসলামী বিশববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শাখা ছাত্রদল এই অযৌক্তিক আবাসন ফি ও
পরিবহন ফি মওকুফের জোর দাবি জানাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন