শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পিয়ানো লাউঞ্জ-এ সঙ্গীতশিল্পী তাহসান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

আজ থেকে চ্যানেল চ্যানেল আইয়ে শুরু হচ্ছে সঙ্গীত নিয়ে ভিন্নধর্মী অনুষ্ঠান ‘পিয়ানো লাউঞ্জ’। অনুষ্ঠানের প্রথম পর্বে অংশ নিয়েছেন সঙ্গীতশিল্পী তাহসান। চ্যানেল আইয়ের প্রযোজনায় ব্লুজ-এর তত্তাবধানে নির্মিত ‘পিয়ানো লাউঞ্জ’ এর প্রধান পৃষ্ঠপোষক ‘হাতিল’। ‘পিয়ানো লাউঞ্জ’ এর প্রথম ধাপে দেশবরেণ্য ১০ জন প্রিয় সঙ্গীতশিল্পীকে নিয়ে মোট ১০টি পর্ব সাজানো হয়েছে। শিল্পী হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, ফাহমিদা নবী, শফি মন্ডল, অনিমা রায়, তাহসান, শাফিন আহমেদ, বাপ্পা মজুমদার, তানভীর আহমেদ সজীব ও পিন্টু ঘোষ। প্রতিটি পর্বে শিল্পীদের সেরা ৪টি গান স্থান পাবে। ব্যান্ড তারকা ও সঙ্গীত পরিচালক মানাম আহমেদ তার সংগীত আয়োজনের মাধ্যমে প্রতিটি গানকে অনন্যমাত্রায় নিয়ে গেছেন। অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক ইজাজ খান স্বপন মনে করেন, প্রতিটি পর্বে দর্শকশ্রোতা তাদের প্রিয় শিল্পীদের জনপ্রিয় গানগুলো নতুনভাবে আবিস্কার করবে। ‘পিয়ানো লাউঞ্জ’ অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন