নেপালের বিপক্ষে হার দিয়েই আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বৃহস্পতিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথম প্রীতি ম্যাচে সাবিনা খাতুনরা ২-১ গোলে হেরেছেন নেপালের কাছে। ২০১৯ সালের সাফ চ্যাম্পিয়নশিপের পর এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেললো বাংলাদেশের মেয়েরা।
বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চাপে রেখে খেলতে থাকে নেপাল। ফলে ১৪ মিনিটে এগিয়ে যায় তারা। এসময় সতীর্থের ফ্রি কিকে হেডে রুপনা চাকমার মাথার ওপর দিয়ে গোল করেন সবিতা রানা (১-০)। এ গোলের জন্য দায়ী গোলরক্ষক। সবিতার সঙ্গে এক ডিফেন্ডার সেঁটে থাকলেও বাংলাদেশের গোলরক্ষক রুপনা পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন। ছুটে খুব কাছাকাছি গিয়ে লাফিয়ে উঠলেও তিনি পাননি সবিতার হেডের নাগাল।
আক্রমণের ধরা অব্যাহত রেখে ম্যাচের ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেপাল। এসময় মাঝমাঠ থেকে সতীর্থের নিখুঁত থ্রু পাস ধরে বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে গোল করেন প্রীতি রায় (২-০)। এ গোলের জন্য দুই ডিফেন্ডার শিউলি আজিম ও মাসুরা পারভিন দায়ী। তারা পারেননি নেপালের এই খেলোয়াড়কে পাহারায় রাখতে। দুই গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফিরতে শত চেষ্টা করেও ব্যর্থ হন সাবিনারা। তবে সান্ত্বনার একটি গোল তারা শোধ দিতে পেরেছেন ঠিকই। ম্যাচের ৮৩ মিনিটে ব্যবধান কমায় বাংলাদেশ। বাঁ পায়ের টোকায় বল কিছুটা এগিয়ে নিয়ে বাঁ পায়েই শট নেন তহুরা খাতুন। নেপালী এক ডিফেন্ডারের গায়ে লেগে বল কিছুটা দিক পাল্টে জালে জড়ায় (১-২)। ম্যাচের বাকি সময় নেপালের রক্ষণে বেশ চাপ দিলেও সমতায় ফেরা গোল পায়নি বাংলাদেশ।
রোববার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। নেপাল সফর শেষে সেখান থেকেই উজবেকিস্তানে রওনা দেবে বাংলাদেশ দল। উজবেকিস্তানের বুনিয়দকর স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ‘জি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান ও ইরান। আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে এই বাছাই পর্ব শেষ হবে ২৫ সেপ্টেম্বর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন