শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সোনাইমুড়িতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মামলা প্রত্যাহারের দাবি

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মোহাম্মদ মহসিন ও ছাত্রলীগ নেতা হাফিজ তানভিরসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। গতকাল শনিবার বিকেলে ঘণ্টাব্যাপী সোনাইমুড়ি-চাটখিল সড়কের জয়াগ বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
এসময় বক্তারা বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে বাঁধা সৃষ্টি করতে প্রতিপক্ষ এধরনের মিথ্যা মামলা করে। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, জয়াগ ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবু মোহাম্মদ মহসিন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল, ইউনিয়ন আওয়ামী লীগেরসহ সভাপতি শাহ নেওয়াজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার ছালেহ আহমেদ বাবুল, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হামিদ ইউছুফ তনয় প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন