টানা পাঁচ দিন ধরে পুড়ছে দক্ষিণ-পূর্ব স্পেনের আন্দালুসিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল। প্রাণ বাঁচাতে বাড়ি-ঘর ছেড়ে পালাচ্ছেন সেখানকার বহু মানুষ। দমকা বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়র্টাসের খবরে বলা হয়েছে, দাবানল নিয়ন্ত্রণে আনতে রবিবার (১২ সেপ্টেম্বর) সেনা নামাতে বাধ্য হয়েছে প্রশাসন। কিন্তু পরিস্থিতির কোনও উন্নতি হয়নি বরং খারাপের দিকে যাচ্ছে।
বুধবার থেকে শুরু হওয়া এই দাবানলে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৬ হাজার হেক্টর বনভূমি। এভাবে চলতে থাকলে আগামী কয়েক দিনে দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। শুধু তাই নয়, বনভূমির আশপাশের শহর থেকে নিরাপদ স্থানে সরিয়ে দিতে হয়েছে কমপক্ষে দুই হাজার মানুষকে।
রবিবার প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির আশঙ্কায় জুব্রিক শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৫০০ অধিবাসীকে। পর্যটনের জন্য বিখ্যাত শহর এস্তেপনা থেকে সরানো হয়েছে এক হাজার বাসিন্দাকে।
আন্দালুসিয়ার আঞ্চলিক বনাঞ্চলের দমকল বিভাগ বলছে, দাবানল মোকাবিলায় সাড়ে তিনশ’ দমকল কর্মী কাজ করে যাচ্ছেন। ৪১টি আগুন নেভানো সাহায্যকারী বিমান ও ২৫ টি গাড়ি কাজ করে যাচ্ছে। এদিকে আগুনে দগ্ধ হয়ে ৪৪ বছর বয়সী এক দমকলকর্মী মারা গেছেন। সূত্র : রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন