অনেক দিন ধরে অভিনয় নিয়মিত নন চিত্রনায়িকা পূর্ণিমা। তবে গল্প ও চরিত্র পছন্দ হলে মাঝে মাঝে কাজ করেন। সম্প্রতি অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘মুন্সিগিরি’তে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। কুমারিকা ব্র্যান্ডের নতুন পণ্য ইভা হেয়ার অয়েল নামের বিজ্ঞাপনটির শুটিং সম্প্রতি শেষ করেছেন। এটি নির্মাণ করেছেন শামীম। পূর্ণিমা বলেন, অনেক দিন ধরেই বিজ্ঞাপনটিতে কাজ করার কথা হচ্ছিল। অবশেষে কাজটি শেষ করে ভালো লাগছে। আশা করছি, একটি ভালো বিজ্ঞাপন দর্শক দেখতে পাবেন। তিনি জানান, শিঘ্রই কিছু নতুন কাজ শুরু করবেন। নতুন সিনেমায় অভিনয়ের কথা চলছে। গল্প ও চরিত্র ভাল লাগলে কাজ শুরু করব। এদিকে পূর্ণিমা অভিনীত দুই সিনেমা নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত গাঙচিল ও জ্যাম মুক্তির অপেক্ষায় রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন