রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বঙ্গমাতা চরিত্রে খুবই সতর্কতার সাথে অভিনয় করতে হয়েছে-পূর্ণিমা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গত শনিবার শারজাহ স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চিত্রনায়িকা পূর্ণিমা ও চিত্রনায়ক ফেরদৌস। এই দুই তারকা দেশে অনেক অনুষ্ঠান উপস্থাপনা করলেও দেশের বাইরে প্রথম কোনো অনুষ্ঠান উপস্থাপন করলেন। সেখান থেকে পূর্ণিমা জানান, এটি আমার জন্য সৌভাগ্যের বিষয়। দেশের বাইরে প্রবাসী বাংলাদেশীদের সামনে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে পেরেছি। তাদের উচ্ছ্বাস ও আনন্দ আমাকে আবেগাপ্লুত করেছে। তিনি বলেন, অনুষ্ঠান শেষ করেই দেশে চলে আসব। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহানা নিবেদিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ মুক্তি পাবে আগামী ৩১ ডিসেম্বর। এ চলচ্চিত্রে পূর্ণিমা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা রেণুর চরিত্রে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, চিরঞ্জীব মুজিব’র শুটিং করেছিলাম মানিকগঞ্জে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বঙ্গমাতার আদলে আমার মেকআপ করা হয়। তিনি কীভাবে কথা বলতেন, চলাফেরা করতেন সেটা প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনে এবং জেনে অভিনয় করি। খুবই সতর্কতার সাথে অভিনয় করতে হয়েছে। দৃশ্যগুলো ফুটিয়ে তুলতে পারছি কিনা সেটা খেয়াল রাখতে হয়েছে। আমার অংশের কাজটা করতে খুব বেশি সময় লাগেনি। তিন-চার দিনের মধ্যেই শেষ হয়েছে। বলতে গেলে চরিত্রটা অতিথি চরিত্রের মত ছিলো। পুরো গল্পটাই বঙ্গবন্ধুর উপর। পূর্ণিমা বলেন, বঙ্গমাতার চরিত্রে অভিনয় করতে পারাটা ক্যারিয়ারের বড় পাওয়া এবং সৌভাগ্য বলে মনে করি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন