শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পূর্ণিমা তার নতুন স্বামীর চেয়ে বয়সে বড়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২২, ১২:০৪ এএম

স¤প্রতি চিত্রনায়িকা পূর্ণিমা তৃতীয় বিয়ে করেছেন। তার সংসার ভাঙা এবং নতুন বিয়ে করা নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। বিষয়টি গোপন থাকায় তাদের এ বিস্ময়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে পূর্ণিমার বিয়ের নতুন আলোচনা শুরু হয়েছে, তার নতুন স্বামী আশফাকুর রহমান রবিন নাকি বয়সে তার চেয়ে ছোট। এ নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। এ ব্যাপারে পূর্ণিমা ক্ষুদ্ধ হয়ে জবাব দিয়েছেন। তিনি বলেছেন, বয়স নিয়ে যে কথা উঠবে, তা নিয়ে আগে থেকে প্রস্তুত ছিলাম আমি। সেটা জানতাম। যারা আমাকে নিয়ে এভাবে গালাগালি করে তাদের যদি এতে শান্তি লাগে, আমি খুশি। আমার ছবি নিয়ে পোস্ট করে দু-চারটা গালি দিক, কোনো সমস্যা নেই। তবু তারা শান্তিতে থাকুক, সুখে ও সুস্থ থাকুক। আমাদের দুজনের পক্ষ থেকে তাদের শুভকামনা। এদিকে পূর্ণিমা জানান, তার মা অসুস্থ থাকায় আপাতত হানিমুনে যাওয়ার সুযোগ নেই। তবে স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে থাইল্যান্ডে যাওয়ার ইচ্ছে আছে তার। উল্লেখ্য, ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে তার প্রথম বিয়ে হয়। সেই সংসার ভেঙে যায় ২০০৭ সালে। এরপর ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। তার এ সংসারও ভেঙে যায়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন