শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আমার উপযোগী গল্প নিয়ে সিনেমা বানালে অভিনয় করব -শাবনূর।

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

গত ২৪ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া প্রবাসী চিত্রনায়িকা শাবনূর তার ফেসবুক পেজে লাইভে আসেন। প্রথমবারের মতো তিনি ভক্তদের মুখোমুখি হন। লাইভের শুরুতে সবার সঙ্গে কুশল বিনিময় করেন শাবনূর। লাইভে এসেই প্রথমে ভক্তদের ধন্যবাদ জানিয়ে শাবনূর বলেন, আপনাদের ধন্যবাদ। আপনারা আসল শাবনূরকে চিনে তার লাইভে যুক্ত হয়েছেন। এখন আমার সঙ্গেই থাকবেন। শাবনূর বলেন, আমি খুবই এক্সাইডেট। সবার সঙ্গে যোগাযোগ করতে পেরে খুবই ভালো লাগছে। এখন থেকে আমি আপনাদের সঙ্গেই থাকবো। শাবনূর ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা জানতে এক ভক্ত চাইলে শাবনূর বলেন, প্রথম সিনেমার শুটিংয়ের আগের দিন আমি ঘুমাতে পারিনি। মাথার মধ্যে শুধু কাজ করছিল সকালে আমার শুটিং। আসলে মানুষ যখন নতুন কিছু করতে যায় তখন সবারই এমন অনুভূতি হয়। এদিন আমার মেকআপ ম্যানকে খুব জ্বালাতন করেছিলাম। কারণ সবার মেকআপ হয়ে গেছে আমার মেকআপ দাও, আমার দেরি হয়ে যাবে, প্লিজ আমার মেকআপ আগে দাও, এভাবে জ্বালাচ্ছিলাম। অভিনয়ে ফেরা প্রসঙ্গে শাবনূর বলেন, আমাদের জীবনটা একটু অন্যরকম। আমাদের কারো না কারো অশান্তি আছে, দুঃখবোধ আছে, আমরা ব্যক্তিগত জীবনে অনেক দুঃখী। অনেক বিপর্যস্ত। এই জীবনে সবাই একটু বিনোদন চায়। আমি তো শিল্পী। আমি সব ধরনের সিনেমাতেই কাজ করতে চাই। শাবনূর বলেন, যদি মনে হয়, ভালো সিনেমা হবে, আমার মতো করে কেউ গল্প বানাবে, আমি অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করবো, তাহলে কাজ করতে চাই। আর দর্শক-বন্ধুরা, যারা আমাকে বেশি ভালোবাসেন, তারা চান আমি কীভাবে সিনেমা করলে ভালো হয়। আপনারাও লিখে অনেক সময় তা জানিয়েছেন। আমি আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করবো। আপনাদের যাতে ভালো লাগে, সেরকম কিছুই করার চেষ্টা করবো। যদি ভালো গল্প পাই, অবশ্যই আমি কাজ করবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন