খুলনার জেলখানাঘাট-কোর্ট রোডে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) যান্ত্রিক সরঞ্জাম বিভাগ কম্পাউন্ডের ভিতরে অবসরপ্রাপ্ত কর্মচারী ও আ.লীগ নেতা পরিচয় দানকারী মো. হাতেম আলী তালুকদার তার পরিবার নিয়ে সরকারি জায়গায় কয়েকটি সেমিপাকা ঘর নির্মাণ করে প্রায় ২০ বছর ধরে বসবাস করছেন। তিনি ওই স্থানে ব্যাটারী চালিত অটো গাড়ির গ্যারেজও তৈরি করেছেন এবং অফিসের বিদ্যুৎ অবৈধভাবে ব্যবহার করে ব্যাটারি চালিত অটোরিক্সায় চার্জ দেন। কিভাবে সরকারি চাকুরী থেকে অবসরে যাওয়ার পরও তিনি সরকারি জায়গায় কোন প্রকার বরাদ্দ ছাড়াই বছরের পর বছর রয়েছেন, তা জানা যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, জেলখানাঘাট-কোর্ট রোড এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অফিস কম্পাউন্ডটি পাউবো-২ এর অধীন। এ অফিসের কর্মচারীদের থাকার জন্য ওই কম্পাউন্ডে কয়েকটি ঘর রয়েছে। কিন্তু মো. হাতেম আলী তালুকদারসহ কয়েকজন অবৈধ দখলদারের কারণে অনেক কর্মচারী শহরে বিভিন্ন স্থানে ভাড়া বাসায় থেকে অফিস করছেন। সরকারী বাসা থাকার পরও সেখানে থাকতে পারছেন না।
এ বিষয়ে হাতেম আলী সরদার বলেন, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ঘর তুলেছি। অবৈধ কোনো কিছু আমি করিনি। গ্যারেজ স্থাপনের অভিযোগ সঠিক নয়। অবসরের পর সরকারী বাসায় থাকা যায় কি না তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।
একই এলাকায় বসবাসকারী আইনজীবি আতাউর রহমান জানান, হাতেম আলী তালুকদার নিজেকে সরকারি দলের একজন নেতা বলে পরিচয় দেন। এ কারণে কেউ তার কোনো কাজে প্রতিবাদ করে না। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ বিভাগীয় প্রকৌশলী কৃষ্ণ পদ দাস জানান, পানি উন্নয়ন বোর্ডের কোনো জায়গা বেদখলে আছে বলে জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন