শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোরে করোনায় মৃত্যু ও শনাক্ত শূন্য

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২১, ৬:০৮ পিএম | আপডেট : ৬:১০ পিএম, ১৪ অক্টোবর, ২০২১

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কেউ মারা যাননি। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার- আরএমও জনাব ডা: আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৮ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত যশোরে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫০০ জন।

যশোরে গত ২৪ ঘন্টায় জেনারেল হাসপাতালে ৯ জন নতুন করে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। নতুন রোগী মধ্যে দুই জন রেড জোনে ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়েছে ১৭ জন। এদিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেড জোনে ১৩ জন এবং ইয়োলো জোনে ১৫ জন (পুরুষ ৯ জন এবং মহিলা ৬ জন) ভর্তি রয়েছে। যার মধ্যে আই সি ইউতে ৪ জন (পুরুষ ১ জন এবং মহিলা ৩ জন) এবং এইচ ডি ইউতে ৩ জন মহিলা চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে যশোরে গত ২৪ ঘন্টায় ১০৫ জনের নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে কেউ করোনা শনাক্ত হয়নি। শনাক্তের হার শূন্য। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ২১ হাজার ৬৮২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ২২ জন। গত শনিবারের পর আবার করোনায় মৃত্যু ও শনাক্ত শূন্য। তবে ৭ দিনের পরিসংখ্যানে দেখা গেছে আক্রান্ত ও মৃত্যু অনেক কমেছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) যশোর সিভিল সার্জন জনাব ডা: রেহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন