একটি মন্দিরের চ‚ড়া বানানো হবে সোনা দিয়ে। সেই সোনা দিবে সরকার। আর এই সোনায় যাতে কোনো ভেজাল না হয়, এ জন্য কেনা হবে রিজার্ভ ব্যাংক থেকে। এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতের তেলঙ্গানা রাজ্যসভার মন্ত্রণালয়। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। খবরে বলা হয়, তেলঙ্গানার মন্দির শহর ইয়াদ গিরিগুট্টা। সেই শহরে অনেক মন্দির। তার মধ্যে আবার বিখ্যাত শ্রী লক্ষ্মীনারায়ণ স্বামী মন্দির। সেখানেই মন্দিরের চ‚ড়া তৈরি হবে সোনা দিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ব্যক্তিগতভাবে এই সোনা দেবেন। অন্য মন্ত্রীরাও দেবেন। একইসাথে রাজ্য সরকার দেবে ১২৫ কেজি সোনা। আর সেটা যাতে একেবারে খাঁটি সোনা হয়, এ জন্য রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া থেকে এই সোনা কেনার সিদ্ধান্ত নিয়েছে চন্দ্রশেখরের মন্ত্রিসভা। শাসক দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতির প্রধান তথা মুখ্যমন্ত্রী চন্দ্রশেখরের সোনার প্রতি দুর্বলতা নজির আগেও দেখা গেছে। এবিপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন