বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খুলনায় বাল্যবিয়ে পন্ড, কনের পিতাকে জরিমানা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২১, ৬:৪৯ পিএম

খুলনার পাইকগাছা উপজেলায় বাল্যবিবাহ পন্ড করে দিল উপজেলা প্রশাসন। আজ শুক্রবার দুপুর ৩টার দিকে হরিঢালী গ্রামের মোঃ আশরাফ গাজী তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ভিলেজ পাইকগাছা গ্রামের গোলাম মোস্তফার ছেলের সাথে বাল্যবিয়ের আয়োজন করে। জানতে পেরে হরিঢালী ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাব বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মমতাজ বেগমকে অবহিত করে। পরে ইউএনও’র নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন ও ইউনিয়ন লিডার ফয়সাল হোসেন অভিযান চালিয়ে বিয়ের আসর থেকে মেয়ের পিতাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মমতাজ বেগম মেয়ের পিতাকে ২ হাজার টাকা জরিমানা করেন এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে লিখিতভাবে মুচলিকা নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন