বরকে ৭ দিনের কারাদণ্ড, কনের বাবাকে ১০ হাজার টাকা ও ছেলের পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জেএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী ওই কনের বয়স ১৮ এর নিচে হওয়া বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারা অনুসারে আর্থিক অবস্থা বিবেচনা করে এই রায় দেয়া হয়।
জানা যায়, শরীয়তপুরের গোসাইরহাটে বিয়ে করতে গিয়ে কারাগারে গেলেন বর। অপ্রাপ্তবয়স্ক অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ে করতে যাওয়ায় বরকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল (২০ ডিসেম্বর) সোমবার বিকেলে সংবাদ পেয়ে নাগেরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে কনের পিতার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে হাজির হয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাস গুপ্ত।
শরীয়তপুরের গোসাইরহাটে বিয়ে করতে গিয়ে কারাগারে গেলেন বর। অপ্রাপ্তবয়স্ক অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ে করতে যাওয়ায় বরকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল (২০ ডিসেম্বর) সোমবার বিকেলে সংবাদ পেয়ে নাগেরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে কনের পিতার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে হাজির হয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাস গুপ্ত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন