আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে গত ২৪ অক্টোবর খেলতে নামে ভারত-পাকিস্তান। এ ম্যাচটিকে ঘিরে ক্রিকেট সমর্থকদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। কারণ দীর্ঘ দুই বছর পর একে অপরের বিপক্ষে খেলতে নামে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ।
আর এ ম্যাচটি এবার রেকর্ড গড়েছে। বিশ্বকাপের সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস জানিয়েছে ভারত-পাকিস্তানের ম্যাচটি টিভির পর্দায় ১৬৭ মিলিয়ন ভিউ হয়েছে। যা বিশ্বের সবচেড বেশি দেখা টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে সবচেয়ে বেশিবার দেখা টি-টোয়েন্টি ম্যাচ ছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হওয়া ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি। সেই ম্যাচটির ভিউ হয়েছিল ১৩৬ মিলিয়ন।
এ ব্যপারে স্টার স্পোর্টসের এক মূখপাত্র বলেন, 'ভারত-পাকিস্তান ম্যাচ ইতিহাস সৃষ্টি করেছে ১৬৭ মিলিয়ন ভিউ করে। এরমাধ্যমে এটি এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার দেখা ম্যাচ হিসেবে রেকর্ড গড়েছে।'
এদিকে ভারত সুপার টুয়েলভ থেকে বিদায় নিলেও পাকিস্তান জায়গা করে নিয়েছে সেমিতে। এ কারণে দর্শকরা হতাশ হলেও এবারের বিশ্বকাপের ম্যাচ সবচেয়ে বেশিবার দেখা ম্যাচ হওয়ায় স্টার স্পোর্টস খুশি। তবে ভারত যদি সেমিতে জায়গা করে নিত তাহলে তাদের ভিউর সংখ্যা আরো বাড়ত।
মন্তব্য করুন