ব্যস্ত বিশ্বকাপ মিশন শেষে দম ফেলার সুযোগ পায়নি পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপ মিশন শেষেই উঠে বসতে হয়েছে বাংলাদেশের বিমানে। তিনটি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট ম্যাচ খেলতে এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন শাহীন শাহ আফ্রিদি, শাদাব খানরা। দুবাই থেকে শুরু করে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত পাকিস্তান দলের সফরকালীন প্রতিটি ছবি কিংবা ভিডিওতে মোহাম্মদ রিজওয়ানকে দেখা গেছে একটি বালিশ সঙ্গে করে নিয়ে আছেন। ছবিটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটি নিয়ে কৌতুহলী জিজ্ঞাসার শেষ নেই ভক্ত-সমর্থকদের। বালিশ নিয়ে কেন বাংলাদেশ সফরে এলেন পাকিস্তান দলের এই নির্ভরযোগ্য ওপেনারের!
সমর্থকদের সেই সকল কৌতূহলের উত্তর দিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম জিও নিউজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাত দিয়ে তারা ব্যাখা করেছে রিজওয়ানের এমন অদ্ভুত কাণ্ডের পেছনের কারণ। ঐ প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে রিজওয়ানের বালিশ বহন করার ঘটনা এবারই প্রথম নয়। পৃথিবীর যেকোনো প্রান্তে সফরে গেলেই সবসময় নিজের প্রিয় বালিশকে সাথে রাখেন পাকিস্তান দলের এই উইকেটরক্ষক ব্যাটার। এমনকি ঘরোয়া ক্রিকেট খেলার সময়ও এই বালিশ নিয়েই খেলতে যান তিনি।
সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সফরেও নিজের প্রিয় বালিশ সঙ্গে করে নিয়ে গেছিলেন এই ব্যাটার। নিজের ঘুমকে প্রাধান্য দিতেই এমনটা করে থাকেন তিনি। এমন তথ্যই নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদেস। তিনি জানিয়েছেন, ‘রিজওয়ান সব জায়গায়ই নিজের বালিশ নিয়ে যায়। আর এই বালিশ নিয়ে যাওয়ার কারণটাও খুব সাধারণ। নিজের বালিশ ছাড়া অন্য কোনো বালিশে স্বস্তিতে ঘুমাতে পারে না সে। আর এই জিনিসটা তার জন্য নতুন কিছু নয়। দেশের মধ্যে খেলা হলেও এমনটা করে থাকে রিজওয়ান।’
গত শনিবার দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশে পা রাখেন অধিনায়ক বাবর ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক ছাড়া পাকিস্তান দলের সকল ক্রিকেটাররা। একদিন হোটেল কোয়ারেন্টিন শেষে আজ থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে শাহীন শাহ আফ্রিদিরা। আগামীকাল ঢকায় পৌঁছে দলের সঙ্গে যোগ দেবার কথা বাবর-মালিকদেরও।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন