শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

টানা তিনবারের ব্যর্থ নিউজিল্যাল্ডের জন্য আক্ষেপ, শুভেচ্ছায় ভাসছে অস্ট্রেলিয়া

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২১, ৮:৪৮ এএম

অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে আরও একটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ব্যর্থ নিউজিল্যান্ড। অন্যদিকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করেছে অজিরা। টানা তিনবার ফাইনালে ব্যর্থ হওয়ায় নিউজিল্যাল্ড দলের জন্য চরম আক্ষেপ প্রকাশ করেছেন ক্রিকেটপ্রেমীরা। একই সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ভাসিয়েছেন শুভেচ্ছা ও অভিনন্দনে।

বিশ্বকাপ ফাইনালে কেইন উইলিয়ামসন খেলেছিলেন দুর্দান্ত। ৪৮ বলে ৮৫ রানের অধিনায়কোচিত এক ইনিংসে নিউজিল্যান্ডকে এনে দিয়েছিলেন লড়াই করার মতো এক সংগ্রহ। কিন্তু দিন শেষে ডেভিড ওয়ার্নার আর মিচেল মার্শ প্রমাণ করে দিলেন কিউই অধিনায়কের ইনিংসটা যথেষ্ট ছিল না। নিউজিল্যান্ডও সংগ্রহটাকে নিয়ে যেতে পারল না অস্ট্রেলিয়ার নাগালের বাইরে।

বিশ্বকাপ ফাইনালকে ‘একপেশে’ বানিয়ে দুবাইয়ে নিজেদের টি-টোয়েন্টির নতুন চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করল অস্ট্রেলিয়া। কিউইদের জন্য আক্ষেপ হতে পারে যে কারওরই। সীমিত ওভারের ক্রিকেটে টানা তিনটি ফাইনালে পরাজিতের দলেই তারা।

রাশেদ রাইহান নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘‘উইলিয়ামসনের জন্য কষ্ট লাগছে, হাস্যজ্জল একটা মানুষ. পরাজয়ের পর ও নিজেকে কঠিন ধৈর্য্য ধরে রাখার অদম্য মানসিকতা রয়েছে। শুভ কামনা নিউজিল্যান্ড দলের জন্য। শিরোপা জেতার জন্য টিম অষ্ট্রেলিয়াকে অভিনন্দন।’’

এস এম রুবেল আহাম্মেদ লিখেছেন, ‘‘ফুটবলে যারা আর্জেন্টিনার সাপোর্ট করে তারা নিউজিল্যান্ডের পেইন টা সবচে বেশি বুঝবে।
টানা ৩ টা ফাইনাল হেরেছে। পুরো একটা জেনারেশন কিভাবে এই ট্রমা কাটিয়ে নেক্সট সিরিজে কামব্যক করে সেটাই দেখার বিষয়।’’

বিলাস রায় লিখেছেন, ‘‘টস জিতো, ম্যাচ জিতো! অভিনন্দন অষ্ট্রেলিয়া। অভিনন্দন নিউজিল্যান্ডকে এতো দূর আসার জন্য। এটাকে বিশ্বকাপ না বলে "ভাগ্য কাপ" বলাই উচিৎ।’’

শারিয়ার ইমন লিখেছেন, ‘‘নিউজিল্যান্ডের কপাল যেনো নায়ক বাপ্পারাজের কপাল! বাপ্পারাজ সারা ছবিতে চুটিয়ে প্রেম কইরা এক পর্যায়ে নায়িকা হারায়। সেইম নিউজিল্যান্ডও সারা আসর জুড়ে ভালো খেলে ফাইনালে গিয়া বিশ্বকাপ হারায়।’’

তুশার শুভ্র লিখেছেন, ‘‘অস্ট্রেলিয়া এইবার অনেক শক্তিশালী দল নিয়ে খেলছে এদের সবাই ভাল খেলে তাই তারা চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছিল না এটাই এইবার পাওয়ার খুব দরকার ছিল তাই লাক ফেভার করছে।’’

মিজানুর রহমান আদনান লিখেছেন, ‘‘সত্যি বলতে আজ বাংলাদেশের সাথে সিরিজ হারের অভিজ্ঞতার জন্যই অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ।
এই জয় শুধু অস্ট্রেলিয়ার না, এই জয় বাংলাদেশের এই জয় মিরপুরের। আরে ভাই আমরা বিশ্বকাপ পাই না , আমরা বিশ্বকাপ পাওয়াই।’’

মোঃ মুজাহিদুল ইসলাম সুমনের মন্তব্য, ‘‘টস যেত ম্যাচ জিত!!!!!!!!! অন্তত এ ম্যাচটা দিনে দেওয়া উচিৎ ছিল,,,,,,যাতে খেলে কাপ টা নিতে পারে টস দিয়ে নয়,,,,,,ডিউ ফ্যাক্ট, ,,।’’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন