শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

খাবার সরবরাহ করলেন মুসলিম নেতা

অভিবাসন প্রত্যাশীদের আর্তনাদ হৃদয় ছুঁয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

বেলারুশ-পোল্যান্ড সীমান্তে অভিবাসন সংকট তীব্র আকার ধারণ করেছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। শীত নিবারণের পোশাক, খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট তৈরি হয়েছে। তবে সংকটের মধ্যে পড়া অভিবাসনপ্রত্যাশীদের কষ্ট ও ক্ষুধার আর্তনাদ হৃদয় ছুঁয়েছে একজন পোলিশ মুসলিম নেতার। তিনি পোল্যান্ডগামী বেলারুশ সীমান্তে অবস্থান নেওয়া এ অভিবাসনপ্রত্যাসীদের সংকট দেখে অঝোরে কেঁদেছেন। এমন অনুভ‚তি থেকেই তিনি এসব অসহায় অভিবাসনপ্রত্যাশীদের জন্য খাবারের আয়োজন করেন। ম্যাকিয়েজ সেজস্নোভিজ নামের ওই ব্যক্তি বোহোনিকির পূর্ব পোলিশ গ্রামের স্থানীয় মুসলিম স¤প্রদায়ের চেয়ারম্যান। তিনি দেখেন, যে অভিবাসনপ্রত্যাশীরা এতো দুর্বল হয়ে পড়েছেন যে উঠে দাঁড়াতে পারছেন না, এতো ক্ষুধার্ত যে মাটি থেকে মাশরুম তুলে খাচ্ছেন। যখন তাদের কাছে একটি আপেল দেওয়া হয় তখন তারা বীজসহ খেয়ে ফেলছেন। তিনি বলেন, শিশুদের কান্না ও চিৎকারের শব্দ খুবই হৃদয় বিদারক। যা আমার কাছে অত্যন্ত কষ্টের। সেজস্নোভিজ তাদের জন্য খাবার ও পোশাকও সংগ্রহ করার কাজে নেমেছেন। এ সপ্তাহে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী পোল্যান্ড সীমান্তে অবস্থান নেয়। এর ফলে ইউরোপিয়ান ইউনিয়ন ও বেলারুশের মধ্যে রাজনৈতিক অচলাবস্থা দেখা দিয়েছে। পোল্যান্ড-বেলারুশ সীমান্তে শত শত অভিবাসনপ্রত্যাশীরা অবস্থান নেওয়ার পরই তাদের ঠেকাতে কয়েক হাজার পুলিশ মোতায়েন করে পোল্যান্ড সরকার। সীমান্তে এমন জটিল পরিস্থিতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মারেউতস মোরাউইকি। পোল্যান্ডের প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বেলারুশ কর্তৃপক্ষের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বেলারুশ সীমান্তের দিকে অভিবাসনপ্রত্যাশীদের ঠেলে দেওয়ার অভিযোগ করে তিনি বলেন, এ সংকটের মাস্টারমাইন্ড মস্কো। রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন