শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

করোনাকালেও ‘নো টাইম টু ডাই’-এর সর্বোচ্চ আয়ের রেকর্ড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ৬:১৭ পিএম

করোনাকালে আন্তর্জাতিক বক্স অফিসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ‘নো টাইম টু ডাই’। সর্বশেষ খবর অনুযায়ী সিনেমাটি এ পর্যন্ত আয় করেছে ৫৫৮.২ মিলিয়ন ডলার। এর আগে এই রেকর্ড ছিল ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন’-এর দখলে। মে মাসে মুক্তি পাওয়া তারকাবহুল এই সিনেমাটি আয় করেছে ৫৪৯ মিলিয়ন ডলার।

জেমস বন্ড সিরিজের ২৫তম ছবি ‘নো টাইম টু ডাই’ ছবিটি পরিচালনা করেছেন ক্যারি ফুকুনাগা। এতে শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেইগ। ২০০৬ সাল থেকে পিয়ার্স ব্রসনানের পরিবর্তে জেমস বন্ডের চরিত্রে তিনি অভিনয় করতেন।

ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত ‘নো টাইম টু ডাই’ সিনেমায় ড্যানিয়েল ক্রেগ ছাড়াও অভিনয় করেছেন লিয়া সিডাউক্স, বেন হুই’শ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, ররি কিনিয়ার, রামি মালেক, লাশানা লিঞ্চ, ডেভিড ড্যান্সেক প্রমুখ। করোনাকালে কয়েকবার মুক্তি পিছিয়ে গেলেও সিনেমাটির ব্যবসায় তার প্রভাব পড়েনি। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন