রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভেলোড্রামের আক্ষেপ সাইক্লিংয়ের!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২১, ৯:০৩ পিএম

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহের উল আলম চৌধুরী জানান, তিনি একটি ভেলোড্রামের জন্য অনেকের কাছেই গিয়েছেন। কেউ কেউ আশ্বাস দিলেও শেষ পর্যন্ত দেননি ভেলোড্রামটি। তার দাবী এই ভেলোড্রামটি পেলে সাউথ এশিয়ান (এসএ) গেমসে দেশকে একটি পদক এনে দিতে পারতেন। মুজিববর্ষ দুরন্ত মাউন্টেন বাইক রেস উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার এ দাবী করেন তিনি। সম্মেলনে তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও সাইক্লিং ফেডারেশনের সহ-সভাপতি আবদুল গাফফার এবং আরএফএল বাইকের বিপণন প্রধান শরিফুল ইসলাম।

সর্বশেষ নেপাল এসএ গেমসে সাইক্লিংয়ের নিয়মিত ইভেন্ট ছাড়াও মাউন্টেইন বাইকে অংশ নিয়েছিল বাংলাদেশ। কিন্তু কোন পদকই আসেনি। এবার এ ইভেন্টটিকে ধরেই দক্ষিণ এশীয় গেমসে পদক জয়ের স্বপ্ন দেখছেন সাইক্লিং ফেডারেশন কর্মকর্তারা। এ প্রসঙ্গে তাহের উল আলম বলেন, ‘আমরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সঙ্গে কথা বলেছি নিয়মিত অনুশীলনের জন্য। তিনি অনুমতি দিয়েছেন। তাই আমরা বান্দরবানে নিয়মিত অনুশীলন করবো। যাতে এসএ গেমসে পদক জিততে পারি।’ মাউন্টেইন বাইকের ১০০ কিলোমিটার রেস ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন একশ’জন পুরুষ ও ১০ জন নারী সাইক্লিষ্ট। বান্দরবানের রাজার মাঠ থেকে শুরু হয়ে নীলগিরী অতিক্রম করে নিল দিগন্ত পর্যটন কেন্দ্র থেকে ইউটার্ন নিয়ে মিলনছড়ি পুলিশ চেকপোস্টে খেলা শেষ করবেন সাইক্লিষ্টরা। এই প্রতিযোগিতা থেকে উদীয়মান সাইক্লিষ্টদের নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষন করানো হবে বলে জানান আবদুল গাফফার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন