বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ

ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২১, ৭:৪৭ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি বর্তমানে একটা ক্রমবর্ধমান অভিশাপ হয়ে দেখা দিয়েছে। সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। করোনাকালীন এ সময়ে অসাধু ব্যবসায়ীরা তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য পণ্যসামগ্রী মজুত করে রাখছে। ফলে সাধারণ মানুষের ভোগান্তির সীমা শতগুণ বেড়ে যাচ্ছে। চোরাকারবারি ও অসাধুব্যবসায়ীরা আজ সারা দেশে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে দুর্নীতির রাজত্ব কায়েম করেছে। এ ঊর্ধ্বগতি জনজীবনে এক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করেছে।

আজ শুক্রবার এক বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ আরো বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক মহামারির সঙ্কটকালে মুনাফালোভী প্রতারকদের এমন আচরণ মোটেই কাম্য নয়। তাই দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি রোধে অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং একচেটিয়া ব্যবসা বন্ধ করতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে। প্রয়োজনে সরকারকে ভর্তুকি দিতে হবে। ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির ব্যাপক ব্যবস্থা করতে হবে, পণ্য সংরক্ষণ, মজুতকরণ এবং পণ্য পরিবহণে নিরাপত্তা নিশ্চিতকরণ করতে হবে। তবেই বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সম্ভব এবং এ অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তিনি বলেন, অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে দু’মুঠো ভাত খেয়ে বেঁচে থাকার ব্যবস্থা করতে হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন