পাচারের উদ্দেশে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়া এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে ঢাকার ফকিরাপুল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় এক নারীসহ পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল- আসাদুজ্জামান নূর, মুহাম্মদ নাঈম ও ফাতেমা বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭’র সহকারী পরিচালক (গণমাধ্যম) নিয়াজ মোহাম্মদ। তিনি বলেন, ফটিকছড়ির দরিদ্র পরিবারের মেয়েটি হাটহাজারীতে একটি বাসায় কাজ করে। গত মঙ্গলবার থেকে ওই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তার বাবা বাদী হয়ে হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে র্যাব তথ্যপ্রযুক্তির মাধ্যমে কিশোরীর অবস্থান শনাক্ত করে। ঢাকার ফকিরাপুলের একটি বাস কাউন্টারের সামনে থেকে ওই কিশোরীকে উদ্ধার করে র্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকার গাবতলী থেকে নাঈম ও আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যেমতে চক্রটির আরেক সদস্য ফাতেমা বেগমকে চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেপ্তার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন