রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের কর্মীসহ কমপক্ষে ৫জন আহত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল ১০টার দিকে হাসপাতালের তৃতীয় তলার চর্ম, যৌন ও মানসিক রোগীর ওয়ার্ডে আকস্মিকভাবে এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ওই ওয়ার্ডের বেশ কিছু আসবাবপত্র পুড়ে যায়। এ সময় ওই ওয়ার্ডে ৩৮ জন রোগী অবস্থান করছিলেন।
রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন জানিয়েছেন, ওয়ার্ডে করিডোর থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এতে ফায়ার সার্ভিসের কর্মীসহ ৫জন আহত হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন