শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঘন কুয়াশায় ৯ ঘন্টা ফেরি চলাচল বন্ধ, দৌলতদিয়া ঘাটে ৯ কিলোমিটার যানজট

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ১:০৬ পিএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারণে ৯ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। দৌলতদিয়া প্রান্তে বুধবার দুপুর ১টা পর্যন্ত ৯ কিলোমিটার যানজটে যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। শতাধিক যাত্রীবাহী বাসও রয়েছে। দেশের দক্ষিণ অঞ্চলের ২১টি জেলা থেকে ঢাকাগামী যানবাহনের চালক ও যাত্রীরা প্রচন্ড শীতের মধ্যে দূর্ভোগের কবলে পরে। ফেরিতে অনেক যানবাহনের নারী ও শিশুরা খাদ্যের সংকটে পরে। ফেরির ক্যান্টিনেও অতিরিক্ত টাকা নেওয়া হয় বলে যাত্রী সোহেল জানান। ঘন কুয়াশার কারণে ৪টি ফেরি যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পরে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি সংকটের পাশাপাশি ঘাট সংকটও চলছে। ফলে ফেরি জট লেগেই থাকে। দৌলতদিয়া ঘাটে মারাত্বক যানজটের কারণে আড়াইশত কিলোমিটার পথ ঘুরে যমুনা সেতু দিয়ে কাঁচামাল ভর্তি ট্রাক ঢাকায় যাচ্ছে। অতিরিক্ত ট্রাক ভাড়ার কারণে ঢাকায় কাঁচা মালের দামও বৃদ্ধি পাচ্ছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের অধিকাংশ ফেরি মেয়াদউর্ত্তীর্ণ ও পুরোনো। ঢাকা ফেরির বয়স ৫৭ বছর। উক্ত ফেরি দিয়ে ভিআইপি যাত্রী পারাপার করা হচ্ছে। দিনের বেলায় ফেরি ১৪টি চলাচল করিলেও রাতে যানবাহন বৃদ্ধি পায় কিন্তু ফেরির সংখ্যা কমে যায়। ফলে দুর্ভোগের মাত্রাও বৃদ্ধি পায়। ছোট ফেরি ১৭/১৮ ঘন্টা চলার পর রাতে বন্ধ থাকে । পদ্মা নদীতে প্রয়োজনীয় মার্কা ও বিকন বাতি না থাকায় ঝুকি নিয়ে ফেরি চলাচল করছে। অধিকাংশ ফেরিতেই রাতে পাইলট থাকে না। ফলে যে কোন সময় মারাত্বক দূর্ঘটনা আশংকা রয়েছে। দৌলতদিয়া ফেরি ঘাটের আশপাশ এলাকায় বালু ব্যবসায়ীদের বলগেট রয়েছে। এ সকল বালু ব্যবসায়ীদের নৌকা অপসারণের জন্য ফেরির মাস্টাররা দাবী করেছে। ঘাট এলাকায় বালু ব্যবসায়ীদের সড়ক দখল করে ট্রাকে বালু পরিবহন করায় দূর্ভোগের অন্ত নেই। মাঝে মধ্যে প্রশাসন তৎপরতায় বালু ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালতে জরিমানা করেও পরিস্তিতির উন্নতি হচ্ছে না বলে ট্রাক ড্রাইভাররা জানান। দৌলতদিয়া ঘাটে মারাত্বক যানজট হওয়ায় ১৩ কিলোমিটার অদূরে গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী জেলা ট্রাফিক পুলিশ রাজবাড়ী সড়কে অপচনশীল (বাজে মাল ভর্তি ট্রাক) আটক করে রেখেছে। বেনাপোল (যশোর) থেকে টাঙ্গাইল হাটুভাঙ্গা এলাকাগামী ট্রাক ঢাকা মেট্রো-ট-১৬-৭৭৫১ চালক জাকির জানান, গত ১দিন যাবৎ গোয়ালন্দ মোড়ে সিরিয়ালে দিয়ে ট্রাকটি পুলিশ আটক করে রেখেছে। সড়কের পাশে কোন টয়লেট ও গোসল খানা না থাকায় তারা অসুস্থ হয়ে পড়ছে। এ ধরনের শত শত ট্রাক প্রচন্ড শীতের মধ্যে সিরিয়ালে রয়েছে। ছিনতাইকারীদের ও মাদক ব্যবসায়ীদের উপদ্রবও রয়েছে। কবে নাগাদ পার হতে পারবো তা কেউ বলতে পারছে না। দৌলতদিয়া ঘাটের বিআইডাবিøউটিসির টিও মোঃ জামাল হোসেন শেখ জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ছোট-বড় ১৫ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত দেড়টা থেকে বুধবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। রাতের নাইট কোচ পার হতে না পারায় বুধবার দুপুর ১টা পর্যন্ত অনেক বাসের যাত্রী ২/৩ কিলোমিটার পথ পয়ে হেটে দৌলতদিয়া ঘাটের লঞ্চ ও ফেরিতে পারাপার হয়ে লোকাল বাসে ঢাকা যায়। বাসের সিরিয়াল লন্ড ভন্ড হয়ে যাওয়ায় নাইট কোচ দিনে এবং দিনের বাস রাতে পারাপার হচ্ছে। গোয়ালন্দ মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট উৎপল বালা জানান, দৌলতদিয়া ঘাটে যানজট হ্রাস পেলে তাদের চাহিদা মোতাবেক অপচনশীল বাজেমাল ভর্তি ট্রাক সিরিয়াল দিয়ে ছেড়ে দেওয়া হবে। অপরদিকে দৌলতদিয়া ঘাটের ট্রাফিক পুলিশের টিআই তারক পাল জানান, ঘন কুয়াশার কারণে নাইট কোচ বুধবার দুপুর ১ টা পর্যন্ত পারাপার হতে পারে নি। সকল যানবাহন সিরিয়াল দিয়ে পারাপার হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন