শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাজেক বন্ধ থাকবে ৬ ও ৭ ফেব্রুয়ারী

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২২, ১০:১৮ পিএম

ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে ৬ ও ৭ ফেব্রুয়ারী বন্ধ থাকবে পাহাড়ের অন্যতম পর্যটন স্পট সাজেক। বন্ধ থাকবে সাজেকে যাওয়ার সব যান চলাচল। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আগামী ৭ ফেব্রুয়ারী বাঘাইছড়ি উপজেলায় ৭ম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে পর্যটন স্পট সাজেক বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। ৮ ফেব্রুয়ারী থেকে উন্মুক্ত করে দেয়া হবে সব।
সুত্র মতে, প্রশাসনের নির্দেশনা পেয়ে সাজেকের রিসোর্ট ও কটেজ মালিকরা আগামী দুই দিন সকল বুকিং বাতিল করে দিয়েছে।
সাজেক থানার ওসি নুরুল আনোয়ার বলেন, ৫ তারিখ সন্ধ্যার পর থেকেই সাজেক সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ কার্যকর করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন