শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কক্সবাজার সৈকতে ভারতীয় পর্যটক দল

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২২, ১১:৩০ এএম

কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণে এসেছেন ভারতীয় একটি পর্যটক দল। ৩৮ সদস্যের ভারতীয় পর্যটক দলটি বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভোর ৬টার দিকে কক্সবাজার সৈকতে পৌঁছেন।

এসময় তাদের ফুলেল শুভেচ্ছা জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মো. জিললুর রহমান।

সহকারী পুলিশ সুপার মিজানুজ্জামান, শেহরিন আলমসহ
সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো. জিললুর রহমান বলেন, ভারতীয় পর্যটকদের আগমনে কক্সবাজারের ভাবমর্যাদা উজ্জ্বল হয়েছে। ভ্রমণকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সর্বদা তাদের পাশে আছে। যেকোনো পর্যটকদের সেবা ও নিরাপত্তার জন্য সারাক্ষণ নিয়োজিত থাকে ট্যুরিস্ট পুলিশ ।

সৈকতে পৌঁছে এমন সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভারতের পর্যটক দল ।

জানা গেছে, গত ২১ নভেম্বর বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্থানসমূহ ভ্রমণের উদ্দেশ্যে ৩৮ সদস্যসের ভারতীয় পর্যটক দলটি আগরতলা থেকে বাংলাদেশে আসেন ৷

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন