শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পাঁচে পাঁচ নিয়ে সাকিবের বিশ্বরেকর্ড!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২২, ৯:০৬ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে টানা পাঁচ ম্যাচে অসাধারণ সাফল্যে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। অসাধারণ এই সাফল্যর পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ধারাভাষ্যকার আতহার আলি খান প্রশ্ন করেন,‘টানা ৫ ম্যাচে ম্যান অব দা ম্যাচ, আপনার জন্য কি বিস্ময়কর? এমন প্রশ্নের উত্তর না দিয়ে সাকিব আল হাসান স্রেফ হাসলেন।,

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ৫ ম্যাচে সেরার কীর্তি শুধু বিপিএল নয়, বিশ্বক্রিকেটেই প্রথম। টানা চার ম্যাচে সেরা হয়ে আগের রেকর্ড ছিল যৌথভাবে মার্কাস ট্রেসকোথিক, শার্ল ল্যাঙ্গাভেল্ট, শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার ও উগান্ডার ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার দিনেশ নাকরানির। গত ৩১ জানুয়ারি চট্টগ্রামে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয় তার এই সেরার যাত্রা। এরপর চট্টগ্রামে আরেকটি, সিলেটে দুটিতে। শুক্রবার মিরপুরে মিনিস্টার ঢাকার বিপক্ষে আবারও তিনি ম্যান অব দা ম্যাচ।

৪ ওভারে ২১ রানে ১ উইকেট নেওয়ার পর ২৯ বলে ৫১ রানের ম্যাচ জেতানো অপরাজিত ইনিংস, ম্যাচ সেরার লড়াইয়ে কোনো প্রতিদ্বন্দ্বীই ছিল না তার। বিপিএলে গোটা টুর্নামেন্ট মিলিয়েও আগে ৫ ম্যাচে ম্যান অব দা ম্যাচ হতে পারেননি আর কেউ। টানা পঞ্চম ম্যাচ সেরার পুরস্কার হাতে সাকিব তাই তৃপ্তির কথা বললেন ব্যাটিং নিয়েই।

তিনি বলেন,‘ব্যাটিং খুব ভালো হচ্ছে গত ৫ ম্যাচে। বোলিং তো সবসময় ছিলই। বোলিংয়ে আসার পর সব ম্যাচেই আমাকে নিশ্চিত করতে হয়েছে যেন প্রতিপক্ষের ওপর চাপটা ধরে রাখতে পারি। যেভাবে চলছে, আমি খুশি। আশা করি, আর দুটি ম্যাচও থাকবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন