ঢাকা মহানগর জমিয়াতুল মোদার্রেছীনের সদস্য ও খিলক্ষেত থানা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও ডুমনী নূরপাড়া ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. বরকতুল্লাহর পিতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো. হাফিজুল্লাহ গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের ইন্তেকালে ঢাকা মহানগন জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি প্রিন্সিপাল মাওলানা আ খ ম আবু বকর সিদ্দিক ও সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মো. ছাদেক হাছান গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃদ্বয় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং জান্নাতে তার উচ্চ মাকাম কামনা করেন। ডুমনী নূরপাড়া ইসলামিয়া আলিম মাদরাসার ময়দানে গতকাল শুক্রবার বাদ জুমা হাজার হাজার দ্বীনদার মুসলিমের উপস্থিতিতে নামাজের জানাজা শেষে মাদরাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
মন্তব্য করুন