ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার মেস, হোটেলে তল্লাশি চালাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শনিবার রাত থেকেই শুরু হবে এ অভিযান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে চলবে এ তল্লাশি অভিযান।
শনিবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপির কমিশনার মোহা. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
ডিএমপির কমিশনার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যেসব মেস, আবাসিক হোটেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সে স্থানগুলোতে আমরা আজ রাত থেকে তল্লাশি শুরু করব। কোনো দুষ্কৃতিকারী যেন সেখানে অবস্থান নিয়ে নাশকতামূলক কাজ করতে না পারে, সেজন্য এ তল্লাশি অভিযান চলবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন