শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

৯৯৯ এ কল পেয়ে বাল্যবিবাহ বন্ধ করলো ফুলপুর পুলিশ

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২২, ৬:১৫ পিএম

ময়মনসিংহের ফুলপুরে ৯৯৯ এ কল পেয়ে বাল্যবিবাহ বন্ধ করলো পুলিশ। পুলিশের কারণে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ফুলের মত একটি মেয়ের জীবন।

জানা যায়, ফুলপুর উপজেলার কাড়াহা গ্রামের নওয়াব আলীর মেয়ে মোছাঃ হাফছা আকতার (১৫) এর বুধবার বিয়ের আয়োজন চলছিল। তার বাল্য বিবাহের আয়োজন চলছে ৯৯৯ এ এমন কল পাওয়ার পর ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে এসআই খাইরুল ইসলাম ও এএসআই রফিকুল ইসলাম ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে বাল্য বিবাহের বিষয়টির সত্যতা পায় পুলিশ এবং সাথে সাথে বিবাহের আয়োজন বন্ধ করে দেয়।

পরে ফুলপুর থানার অফিসারগণ বাল্যবিবাহের কুফল সম্পর্কে মেয়েটির অভিভাবককে অবগত করলে মেয়েটির অভিভাবক তাদের ভুল বুঝতে পারে। এবং তারা প্রতিজ্ঞা করে ১৮ বছর পূর্ণ হওযার পূর্বে মেয়েকে বিবাহ দিবেনা। মেয়েটির পড়ালেখা তারা চালিয়ে যাবে। ৯৯৯ এ ফোনে বাঁচলো ফুলের মত একটি মেয়ের জীবন। মেয়েটি ব্র্যাক স্কুল থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত পড়ালেখা করেছে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Md Ibrahim mia ১৭ মার্চ, ২০২২, ৬:০৪ এএম says : 0
আমার এলাকায় এই ৫,৬ দিন হলো একটা বাল্ল বিয়ে হলো,,,ছেলের বয়স ১৭ আর মেয়ের বয়স ১৪+,,, এখন কি আপনারা কিছু করতে পারবেন
Total Reply(0)
ইউসুপ মিয়া ২৭ মে, ২০২২, ২:৫০ পিএম says : 0
আমার বয়স হলৌ 18 বছর আমার বাবা মা আমাকে ঝোর করে বিয়ে করাচ্ছে একন আমি কি করতে পারি
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন