শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপে ১-০ গোলে বিজয়ী মুক্তাগাছা

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২২, ৮:৪৪ পিএম | আপডেট : ১১:৪৭ পিএম, ২০ মার্চ, ২০২২

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্ট -২০২২ এর ফাইনাল খেলায় ১-০ গোলে বিজয়ী হয়েছে মুক্তাগাছা উপজেলা দল। এতে রার্নাসআপ হয়েছে ধোবাউড়া উপজেলা।

শনিবার (১৯ মার্চ) বিকেলে ময়মনসিংহের ঐতিহ্যবাহী রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস, জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম প্রমূখ।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, নির্ধারিত ৯০ মিনিটের এই খেলায় ১-০ গোলে জয় পেয়েছে মুক্তাগাছা উপজেলা।

প্রসঙ্গত, এই টুনার্মেন্টে জেলার ১৩টি উপজেলা থেকে ১৩টি দল অংশ গ্রহন করে। সর্বশেষ মুক্তাগাছা ও ধোবাউড়া উপজেলার মধ্যে ফাইনাল খেলা অনুষ্টিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন