ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শেখ সহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমুখ। এ সময় বক্তারা, শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হয়ে উঠতে আহ্বান জানিয়ে বলেন, আধুনিক বিজ্ঞানময় যুগে সকলকে বিজ্ঞান সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তাহলেই যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন