শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাগুরায় বিএনপির ৭ নেতাকর্মীর জামিন

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অব্যাহত মূল্যবৃদ্ধির প্রতিবাদে মাগুরায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের অন্তত ১০ নেতা কর্মী আহত হয়ে। এ সময় গত বুধবার ৭ নেতা-কর্মীকে আটক করা হয়ে। গত বৃহস্পতিবার মাগুরা সদর থানা থেকে আটক নেতাকর্মীদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন প্রাপ্তরা হচ্ছেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট রোকনুজ্জামান, বিএনপি নেতা এডভোকেট সাখাওয়াত হোসেন, যুবদল নেতা সাবির হোসেন, সাকের হোসেন, স্বেচ্ছাসেবক দলের কামরুজ্জামান সুমন, আবু বক্কার ও গোলাম কিবরিয়া। জামিনকালে আদালতে জেলা বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন