কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর দক্ষিণ হাটি গ্রামের বাছির মিয়ার মেয়ে জারইতলা স্কুল এন্ডকলেজের নবম শ্রেণির ছাত্রী ছদ্মনাম ইশা (১৪) কে একই গ্রামের মোঃ আরিফ মিয়া এবং তার সঙ্গীরা মিলে ইশা স্কুলে যাওয়া আসার পথে প্রতিনিয়ত উক্তত করলে বিষয়টি তার মা,বাবাকে জানায়। মেয়ের পরিবার ছেলের বাবার কাছে ইভটিজিং গের বিষয়টি অভিযোগ করলে। এই ঘটনায় আজ ম মিয়া ও তার লোকজন নিয়ে ছাত্রীর বাড়িতে হামলা করে। এতে ইশার ছোট বোন রাবান্না আক্তার (৩), তার মা জহুরা আক্তার (৩৫) আহত হয়। ইশার মা, জানায় আরিফ মিয়া দীর্ঘদিন ধরে আমার মেয়েকে কুপ্রস্তাব দিতে থাকে। এর বিচার চাইতে গিয়ে আরিফ মিয়া ও তার লোকজন আমাদের বাড়িতে হামলাচালায়। এ বিষয়ে কারো কাছে কিছু বলা হলে, ইশার পরিবারকে প্রাণ নাশের হুমকি দেয় আরিফ। এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ মনসুর আলী আরিফ সাথে মোঠফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আজ দুপুরে এ ব্যাপারে লিখিত অভি্যোগ পেয়েছি তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন