বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

লস এঞ্জেলেসে স্টেডিয়াম বানাবেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ মে, ২০২২, ৯:৩৫ এএম

বলিউডের বাদশা শাহরুখ খান এবার নিজ দেশ ভারতে নয়, আমেরিকার লস এঞ্জেলেসে ক্রিকেট স্টেডিয়াম বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাষ্ট্র ক্রিকেটের অফিসিয়াল ফ্রাঞ্চাইজি লিগ মেজর লিগ ক্রিকেট ২০২৩ সালে শুরু হবে।

শাহরুখ ও জুহি চাওলার নাইট রাইডার্স গ্রুপের আইপিএলে এবং সিপিএলে দুটি দল আছে। সেই ধারাবাহিকতায় মেজর লিগ ক্রিকেটেও দল কিনেছেন তারা। এবার শুধু দলই নয়, ক্রিকেট সম্প্রসারণে ১০ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম তৈরির সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে শাহরুখ খান বলেছেন, ‘আমেরিকায় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগ করছি আমরা। পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে নাইট রাইডার্সকে বিশ্বমানের একটা গ্রুপ হিসাবে তুলে ধরতে চাই আমরা।’

এরই মধ্যে শাহরুখ খানের গ্রুপ লস এঞ্জেলেসে একটি একাডেমি বানিয়েছে। এবার স্টেডিয়াম তৈরি করছে তারা।

জানা গেছে, লস এঞ্জেলেসের গ্রেট পার্কে ১৫ একর জমির উপর স্টেডিয়ামটি নির্মাণ হবে। এই প্রজেক্টে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে৷ স্টেডিয়ামের ডিজাইন করবেন বিখ্যাত আর্কিটেকচার ফার্ম এইচকেএস ৷ স্টেডিয়ামটি নির্মাণে ১১০ মিলিয়ন ডলার খরচ ধরা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন