লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের দক্ষিণ চন্দ্রপুর গ্রামে বৃহস্পতিবার (৫ মে) দুপুর দেড়টার দিকে নাতীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের কিল-ঘুষির আঘাতে চাঁদ মিয়া (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। এ ঘটনায় সুজন হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বৃদ্ধের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।
নিহত চাঁদ মিয়া হাজিরপাড়া ইউনিয়নের দক্ষিণ চন্দ্রপুর গ্রামের সন্দিশ বাড়ির মৃত কালা মিয়ার ছেলে। আটক সুজন দিঘলী ইউনিয়নের রাজাপুর গ্রামের আবদুল আওয়ালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাঁদ মিয়ার নাতি ইমরান হোসেন এবং পাশের দিঘলী ইউনিয়নের রাজাপুর গ্রামের সুজন হোসেন ও মো. বাপ্পী তারা একজন আরেকজনকে তুই বলে সম্বোধন করে। তুই সম্বোধন নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাপ্পী ও সুজন আরও কয়েকজনকে নিয়ে এসে ইমরানকে মারধর করে। এসময় নাতিকে বাঁচাতে গেলে চাঁদ মিয়াকেও কিল-ঘুষি মারা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে, ঘটনার সঙ্গে জড়িত থাকায় সুজন নামে এক জনকে আটক করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন