শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

করোনায় স্থগিত এশিয়ান গেমস

চলবে হকির বাছাই, বাংলাদেশের প্রস্তুতিও

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মে, ২০২২, ১২:০০ এএম

সবকিছু ঠিকঠাকই ছিল। প্রাণঘাতি করোনাভাইরাস পরিস্থিতিও ছিল নিয়ন্ত্রণে। ফলে পূর্ব নির্ধারীত দিনক্ষণ অনুযায়ী আগামী ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চীনের হুয়াংজু শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ান গেমসের ১৯তম আসরের খেলা। কিন্তু হঠাৎ করেই ‘এশিয়ার অলিম্পিক’ খ্যাত এ আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)। তাসখন্দে এক জরুরী সভা শেষে গতকাল এক বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় ওসিএ। হুয়াংজু এশিয়ান গেমস স্থগিতের কারণ আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে চীনে করোনাভাইরাসের প্রকোপ ফের বাড়তে থাকায় আসরটি স্থগিত করা হয়েছে।
রয়টার্স জানায়, দক্ষিণ চীনের অর্থনৈতিক শহর সাংহাই থেকে ১৭৫ কিলোমিটার দূরের শহর জেঝিয়াং রাজ্যের হুয়াংজু। এখানেই এশিয়ান গেমসের ১৯তম আসর বসার কথা ছিল। কিন্তু সাংহাইয়ে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গেমস স্থগিত করা হয়েছে। যদিও নতুন দিনক্ষণ জানানো হয়নি। ১১ হাজার ক্রীড়াবিদের জন্য ৫৬টি ভেন্যুর সবই প্রস্তুত ছিল। যেখানে ১৮টি ডিসিপ্লিনে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন এ,কে সরকার গেমস স্থগিতের বিষয়ে কাল দুপুরে বলেন, ‘আমরা মাত্রই জানলাম ওসিএ’র সিদ্ধান্ত। হুয়াংজু এশিয়ান গেমস অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে তারা। কবে নাগাদ আবার এই গেমস হয় বা পরবর্তী করণীয় কি তার নির্দেশনা তারা অবশ্যই আমাদের দেবে।’ এশিয়ান গেমসের ক্যাম্পের বিষয়ে এ, কে সরকার বলেন, ‘আমাদের অনেক ডিসিপ্লিন কমনওয়েলথ গেমস ও ইসলামিক সলিডারিটি গেমসে রয়েছে, সেগুলোর ক্যাম্প চলমান থাকবে। বাকি ডিসিপ্লিনগুলোর ব্যাপারে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সিদ্ধান্ত নেবে। কারণ দীর্ঘদিন ক্যাম্প চালানো ব্যয়সাধ্য বিষয়।’
এদিকে গেমস স্থগিত হলেও কাল থেকেই থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়েছে এশিয়ান গেমস হকির বাছাই পর্ব। টুর্নামেন্টের আজ নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাই পর্ব শুরুর মুহূর্তেই এশিয়ান গেমস স্থগিতের দুঃসংবাদ আসলেও জানা গেছে, হকির বাছাই পর্ব ঠিকই চলবে। এ প্রসঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘এশিয়ান হকি ফেডারেশন এশিয়ান গেমসের জন্য হকির বাছাই সম্পনড়ব করে রাখবে। যখন গেমস অনুষ্ঠিত হবে তখন বাছাই উত্তীর্ণ দলগুলো ওই আসরে খেলবে।’ বাছাইয়ের ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর। ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদি বাংলাদেশ জাতীয় হকি দলের অধিনায়ক রেজাউল করিম। তিনি কাল ব্যাংকক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘শুরুর ম্যাচেই আমরা জিততে চাই। ইন্দোনেশিয়া র‌্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে বেশ পিছিয়ে থাকলেও তারা অনুশীলনের মধ্যে রয়েছে, প্রস্তুতি ম্যাচও খেলেছে। তারপরেও আমাদের লক্ষ্য থাকবে তাদের হারানো।’
চলতি বছরের মার্চে এএইচএফ কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭-২ গোলে জিতেছিল লাল-সবুজরা। র ্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শক্তিশালী বাংলাদেশকে সমীহ করছে ইন্দোনেশিয়া। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৩১তম স্থানে আর ইন্দোনেশিয়ার ৪৮।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন