শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খুলনায় মাদ্রাসা ছাত্রীকে দুই দফায় গণধর্ষণ, গ্রেফতার ২

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ৮:৪৭ পিএম

খুলনার ডুমুরিয়ায় এক মাদ্রাসা ছাত্রীকে (১৭) দুই দফা গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। থানায় ৫ জনের নামে মামলা হওয়ার পর পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। আজ সোমবার ডুমুরিয়া উপজেলার চিংড়া গ্রামের ওই মাদ্রাসা ছাত্রী নিজে বাদি হয়ে মামলাটি করেন। মামলায় অভিযুক্তরা হলেন, মহিদুল মোড়ল, কারিমুল শেখ, সিরাজুল গাজী, মনিরুল গাজী ও ইরানি বেগম। এদের মধ্যে ইরানি বেগমকে ধর্ষণে সহযোগিতা ও বাকিদের অন্যদের ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া সোমবার দুপুরে অভিযান চালিয়ে চিংড়া গ্রাম থেকে অভিযুক্ত সিরাজুল গাজী ও মনিরুল গাজীকে গ্রেপ্তার করেছে। এজাহারের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘ঈদুল ফিতরের দিন ৩ মে প্রতিবেশি ইরানি বেগম ওই মাদ্রাসা ছাত্রীকে বেড়াতে যাওয়ার কথা বলে পাশ্ববর্তী গ্রাম বাগদাড়িয়ায় নিয়ে যান। সেখানে তাকে একটি নির্জন বাড়ীর ফাঁকা ঘরে রেখে তিনি বের হয়ে যান। ওই রাতে মহিদুল মোড়ল ও কারিমুল শেখ তাকে ধর্ষণ করে এবং জীবননাশের হুমকি দেয়। এরপর গত ২১ মে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মহিদুল মোড়ল তাকে তুলে নিয়ে আবারও ধর্ষণ করে। ওই রাতে তাকে মহিদুল মোড়লের বন্ধু সিরাজুল গাজী ও মনিরুল গাজী পালাক্রমে ধর্ষণ করে। এরপর ভোর রাতে তাকে বাড়িতে ফিরিয়ে দেয়। তিনি বলেন, এ ঘটনাটি প্রকাশ হয়ে পড়লে সোমবার সকালে মাদ্রাসা ছাত্রী নিজেই বাদি হয়ে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেছে। এরপর দুই আসামিকে গ্রেফতার করা হয়। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন