শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সীতাকুণ্ডের আগুনে ৬৩ জনের চোখ ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২২, ১:৫৮ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনে ৬৩ জনের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে ছয় জনের চোখের সমস্যা গুরুতর।

মঙ্গলবার (৭ জুন) দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পরিচালকের দফতরে সংবাদ সম্মেলনে চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘চোখে আঘাত পাওয়া ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রয়োজন। রয়েছে। তাদের একজনকে দেশের বাইরে পাঠানো হতে পারে।’

অধ্যাপক দীন মোহাম্মদ আরও বলেন, ‘কারও চোখের সমস্যা দীর্ঘমেয়াদি হবে কিনা তা ৬-৭ দিন পর জানা যাবে। যাদের চোখের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের টিমকে তাদের ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। কেমিক্যাল ইনজুরির কারণে আহতদের চোখে সমস্যা হয়েছে। তবে কোন ধরনের কেমিক্যাল তাদের আক্রান্ত করেছে, তা এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। ’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন