শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

মহানবীকে (সা.) কটুক্তির তীব্র নিন্দা তুরস্কের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২২, ১২:০২ এএম

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই মুখপাত্রের মহানবী সা: ও হজরত আয়েশা রা:-কে নিয়ে কট‚ক্তি করার প্রতিবাদে ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব। এরই ধারাবাহিকতায় মুসলিমদের প্রাণাধিক প্রিয় আল্লাহর রাসূল সা:-এর বিরুদ্ধে এরূপ ধৃষ্টতা প্রদর্শনের বিরোধিতা করেছে তুরস্ক। দেশটির ধর্ম বিষয়ক প্রধান প্রফসর ড. আলি এরবাশ বলেন, ‘আমি ভারতের শাসক দলীয় কর্তাব্যক্তিদের আল্লাহর রাসূল সা:-এর বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানাই।’ গত মঙ্গলবার এক টুইটবার্তায় তিনি এ কথা বলেন। তাতে আলি এরবাশ আরো বলেন, মুসলিমদের প্রতি এই অশোভন মনোভাব সা¤প্রদায়িক রাজনীতির ফলাফল। আল্লাহ তায়ালা তার রাসূল সা:-কে সারা বিশ্বের রহমত স্বরূপ পাঠিয়েছেন অথচ তাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানাই আমরা।’ তিনি বলেন, আমি ভারত সরকারকে দেশটিতে ইসলামফোবিয়ার ক্রমবর্ধমান ঘটনার মুখে তাদের নীতি পুনর্বিবেচনা করার এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়-এমন অবস্থান গ্রহণের আহŸান জানাচ্ছি।’ বৃহস্পতিবারও আল-জাজিরার সাথে আলাপকালে ভারতীয় দুই নেতার এই অবস্থানের সমালোচনা করেন আলি এরবাশ। তুরস্কের ক্ষমাতাসীন দল একে পার্টির মুখপাত্র ওমর চেলিকও এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান। টিআর এজেন্সি, আরাবি ২১ ডটকম।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মোঃ আনোয়ার আলী ১৩ জুন, ২০২২, ৬:৩৫ এএম says : 0
বাংলাদেশেরও এরকম নিন্দা জানানো উচিৎ।
Total Reply(1)
nobe ১৩ জুন, ২০২২, ৪:০৭ পিএম says : 0
talaban Government
jack ali ১৩ জুন, ২০২২, ১২:১২ পিএম says : 0
টার্কি নিন্দা জানাচ্ছে অথচ ভারতের সাথে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করে ইসরায়েলিরা প্যালেস্টাইনীদের প্রতি অত্যাচার করে প্রতিদিন গুলি করে মেরে ফেলে বাড়িঘর গুঁড়িয়ে দেয় ইন্ডিয়া ও এখন ইসরাইল ধরেছে মুসলিমদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে আর আমরা নিন্দা জানাচ্ছেন আমাদের উচিত ছিল ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা
Total Reply(1)
১৩ জুন, ২০২২, ৪:১৩ পিএম says : 0

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন