শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ছিনতায়ের কবলে ‘সিআইডির ইনস্পেক্টর সচিন’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ৯:৩৫ এএম

ভারতের বহুল জনপ্রিয় ধারাবাহিক টিভি শো ‘সিআইডি’। এটি ভারতে যেমন জনপ্রিয় তেমনি বাংলাদেশেও। এই ধারাবাহিকে দেখা যায় অনেক দুর্ধর্ষ অভিযান ও রহস্যের সমাধান। চোর, ছিনতাইকারী, খুনিকেও ধরতে দেখা যায়। এই শোতে একটি পরিচিত ক্যারেকটার সিআইডির ইনস্পেক্টর সচিন। তার মূল নাম হৃষিকেশ পাণ্ডে। এবার তিনিই বাস্তবে ছিনতাইয়ের কবলে পড়লেন। সম্প্রতি কোবালা থেকে বাসে করে তারদেও যাচ্ছিলেন হৃষিকেশ, সেই সময়ই ঘটে এই ঘটনা।

এ প্রসঙ্গে অভিনেতা জানান, ‘আমরা সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বাস ধরি। এরপর বাস থেকে নেমে দেখলাম আমার স্লিং ব্যাগের ভিতর নগদ টাকা, আমার আধার কার্ড, প্যান কার্ড, গাড়ির কাগজপত্র কিছুই নেই। আমি তৎক্ষণাত কোবালা থানায় জানাই ঘটনা, মালাড পুলিশকেও খবর দিই।’

অভিনেতা আরো বলেন, ‘আমি থানায় জানিয়েছি। আর আমার ব্যাংকের কার্ড ব্লক করেছি। তবে নথিগুলোর অপব্যবহার নিয়ে আছি শঙ্কায়। আশা করি পুলিশ এই মামলাটার সমাধানসূত্র খুঁজে পাবেন’

এদিকে এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এ ঘটনায় দুঃখ প্রকাশ করলেও মজা করেছেন অনেকে। একজন তো লেখেন, ‘এটা কি করে সম্ভব! সিআইডি অফিসারের কীভাবে ছিনতাই হলো!’

কদিন আগেই সিআইডি টিমের রি-ইউনিয়নের অংশ হয়েছিলেন হৃষিকেশ। দয়ানন্দ শেট্টি (ইন্সপেক্টর দয়া), আদিত্য শ্রীবাস্তব (সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ), দীনেশ ফাদনিস (ইন্সপেক্টর ফ্রেডরিকস), শ্রদ্ধা মুসলে (ডা. তারিকা)-রা একছাদের তলায় এসে চুটিয়ে পার্টি করেন। সেখানেই হাজির ছিলেন হৃষিকেষও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন