শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

পুঁজিবাজারে জরিমানা

কর্পোরেট রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আইন অমান্য করায় পুঁজিবাজারে একটি সিকিউরিটিজ হাউজকে জরিমানা করা হয়েছে। এর নাম হ্যাক সিকিউরিটিজ। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আইন অমান্য করার দায়ে হ্যাক সিকিউরিটিজকে ২ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বিএসইসির ৫৯০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসি জানিয়েছে, হ্যাক সিকিউরিটিজ ইক্যুইটি ও ঋণ অনুপাত ১২৫ শতাংশের উপরে থাকা সত্ত্বেও ফোর্স সেল করে গ্রাহকের ঋণ হিসাব সমন্বয় করার মাধ্যমে মার্জিন রুলস ১৯৯৯-এর রুলস ৩ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধিমালা ২০০০ এর বিধি ১১ লঙ্ঘন করেছে। এছাড়া গ্রাহকের হিসাবের প্রি আইপিও শেয়ার কমিশন ও স্টক এক্সচেঞ্জকে অবহিত না করে বিক্রি করার মাধ্যমে কমিশনের নির্দেশনা লঙ্ঘন করেছে। এসব কারণে বিএসইসি হ্যাক সিকিউরিটিজকে ২ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের রাইট শেয়ার অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানিটি ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। এক্ষেত্রে ২০ টাকা মূল্যে ১২ কোটি ৫৭ লাখ শেয়ার ইস্যু করা হবে। রাইট শেয়ার ইস্যু করে কোম্পানিটি ২৫১ কোটি ৩৭ লাখ টাকা সংগ্রহ করবে। যা দিয়ে মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। এছাড়া কমিশন সভায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ৫০০ কোটি টাকার বন্ডের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। ৭ বছর মেয়াদি এ বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন কনভার্টেবল, আনসিকিউর্ড, আনলিস্টেড, কুপন বেয়ারিং সাবঅর্ডিনেটেড বন্ড। যা শুধু আর্থিক প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদধারী ব্যক্তিরাই প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন