শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

তুম বিন টু

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

তরন (নেহা শর্মা) আর  অমর (অসীম গুলেতি) দুই প্রেমিক-প্রেমিকা। আদর্শ জুটি বলতে যা বোঝায় তাই তারা দুজন। সামনেই তাদের বিয়ে, এর মধ্যে বাগদান হয়েছে। বিয়ের আগে তারা ইউরোপ বেড়াতে যায় অবকাশ যাপনের জন্য। আল্পস পর্বতমালার ঢালে এক স্কি দুর্ঘটনায় অমর হারিয়ে যায়। মাথায় আকাশ ভেঙে পড়ে তরনের। শুরু হয় অনুসন্ধান। ১০ দিন অনুসন্ধানের পরও অমরকে আর খুঁজে পাওয়া যায় না। উদ্ধারকারীরা হাল ছেড়ে দেয়, তারা ঘোষণা দেয় অমর সম্ভবত নিহত হয়েছে। আরও ভেঙে পড়ে তরন, যাও আশা ছিল তা হারিয়ে যায়। তার পরিবারের সদস্যরা আর বন্ধুরা তাকে সত্যকে মেনে নিয়ে সামলে ওঠার জন্য পরামর্শ দেয়। কিন্তু তাতে কি মন মানে। এ সময় তার জীবনে আসে শেখর (আদিত্য সিল) নামে এক তরুণ। আসলে তার হবু শ্বশুর (কানোয়ালজিত সিং) তাকে শেখরের সঙ্গে পরিচয় করিয়ে দেয় আর জানায় যাই হোক না কেন তাকে বেঁচে থাকতে হবে এবং সব মেনে নিতে হবে। শেখরের মাঝে তরন তার হারিয়ে যাওয়া অমরকে খুঁজে পায়। অমরকে ভুলতে না পারলেও শেখরের সঙ্গে তরনের অন্তরঙ্গতা হয়। তাদের সম্পর্ক পরিণতি পাবে এমন এক পর্যায়ে আসে। এর মধ্যে অমর হারিয়ে যাবার পর আট মাস কেটে গেছে। এই সময় যা ঘটার নয় তাই ঘটে। অমর এসে উপস্থিত হয় এবং জানায় এক হাসপাতালে কোমাটোস হয়ে সে চিকিৎসাধীন ছিল। ভীষণ এক সঙ্কটে পড়ে তরণ। এখন অতীত আর বর্তমান থেকে যে কোন একটিকে বেছে নিতে হবে তাকে।
২০০১ সালে মুক্তি পাওয়া ‘তুম বিন’ চলচ্চিত্রটির সিকুয়েল এটি।
বলিউড শীর্ষ পাঁচ
১। ফোর্স টু (জন এব্রাহাম, সোনাক্ষি সিনহা, তাহির রাজ ভাসিন, নরেন্দ্র ঝা, পরস অরোরা, জিনেলিয়া ডি’সুজা)
২। রক অন টু (ফারহান আখতার, অর্জুন রামপাল, শ্রদ্ধা কাপুর, প্রাচী দেসাই, পুরব কোহলি, শশাঙ্ক অরোরা, শাহানা গোস্বামী)
৩। অ্যায় দিল হ্যায় মুশকিল (রণবীর কাপুর, আনুশকা শর্মা, ঐশ্বর্য রাই বচ্চন, ফাওয়াদ খান, লিসা হেডন)
৪। তুম বিন টু (নেহা শর্মা, আদিত্য সিল, অসীম গুলাতি, কানোয়ালজিত সিং)
৫। শিবায় (অজয় দেবগন, সায়েশা সায়গাল, বীর দাশ, জাব্বাজ ফারুকি, আলি কাজমি, এবিগেইল ইমস)

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন