বিনোদন ডেস্ক : বাংলাদেশ টেলিভিশনের নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন অভিনেত্রী দীপা খন্দকার। প্রচারের অপেক্ষায় এই ধারাবাহিকের নাম ‘নীল জোাছনা’। ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে দীপা বলেন, ‘বেশ কয়েক বছর পর বিটিভির ধারাবাহিকে কাজ করেছি। গল্পটি বেশ ভালো, কাজটি নিয়ে খুব আশাবাদী আমি।’ এদিকে নতুন একটি অনুষ্ঠানের উপস্থাপনা করে বেশ সাড়া পাচ্ছেন দীপা। অনুষ্ঠানের নাম ‘হাউজ ওয়াইফ’। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কথা বলেন দীপা। স্যাটেলাইট চ্যানেলে ‘চ্যানেল টুয়েন্টিফোর’-এ এরইমধ্যে দীপা খন্দকারের উপস্থাপনায় অনুষ্ঠানটির প্রচার শুরু হয়েছে। প্রতি মঙ্গলবার রাত ৮টায় অনুষ্ঠানটি প্রচার হচ্ছে। উল্লেখ্য এর আগে দীপা খন্দকার আরটিভি ও একুশে টিভির দুটি ভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলেন। তবে এই দুটি চ্যানেল ছাড়াও বিভিন্ন উৎসবের বিশেষ অনুষ্ঠানেও উপস্থাপনা করেছিলেন দীপা খন্দকার। এদিকে দীপা খন্দকার নিয়মিত অভিনয় করছেন মাছরাঙ্গা টিভিতে প্রচার চলতি ধারাবাহিক আকরাম খান পরিচালিত ‘হাউজ ওয়াইফ’ এবং বাংলাভিশনে আল হাজেন পরিচালিত ‘লড়াই’ ধারাবাহিকে। দুটি ধারাবাহিকেই তিনি দুটি ভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন