বিনোদন ডেস্ক : শাবনাজ-নাঈম অভিনীত এহতেশাম পরিচালিত চাঁদনী সিনেমাটি রিমেক করার উদ্যোগ নেয়া হয়েছে। সিনেমাটি নতুনভাবে নির্মাণ করবেন পরিচালক শামীমুল ইসলাম শামীম। ইতোমধ্যে এর গল্প লেখা শেষ হয়েছে বলে পরিচালক জানান। এতে নায়িকা হিসেবে পরীমনিকে চুক্তিবদ্ধ করা হয়েছে। পরীমনি জানিয়েছেন, পরিচালকের কাছে গল্প শুনে ভালো লেগেছে বলেই রাজি হয়েছি। চাঁদনীর কথা অনেক শুনেছি, তবে দেখা হয়নি। শাবনাজ আপু যে এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে এসেছিলেন, তা জানি। তার অভিনীত চরিত্রে অভিনয় করব ভেবে ভালো তো অবশ্যই লাগছে। পরিচালক জানান, চাঁদনী আমার অনেক প্রিয় একটি সিনেমা। অনেক বছর ধরেই ভাবছি এটির রিমেক করব। তবে নব্বইয়ের দশক আর এখনকার সময়ের মধ্যে পার্থক্য অনেক। তাই গল্পের কিছু জায়গায় পরিবর্তন করতে হচ্ছে। গল্প লেখার কাজ শেষ। পরিচালক সমিতিতেও নাম নিবন্ধন করেছি। উল্লেখ্য, ১৯৯১ সালে চাঁদনী সিনেমার মাধ্যমে পর্দায় অভিষেক হয় শাবনাজ-নাঈমের। প্রথম সিনেমা দিয়েই তারা দর্শক হৃদয়ে ঝড় তোলেন। তারপর তারা জুটি হয়ে আরো বেশকিছু সিনেমা করেন। একসময় বিয়ে-সাদী করে চলচ্চিত্র ছেড়ে তারা ঘর-সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সম্প্রতি চাঁদনীর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্যক্তিগত আয়োজনে তারা এক মিলনমেলার আয়োজন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন