পঞ্চগড়ে বাদল দাসকে পিটিয়ে হত্যার অভিযোগ তুলে বিচারের দাবীতে মানববন্ধন করেছে।সোমবার (৮ আগস্ট) দুপুরে শ্রী হরিজন সংখ্যালঘু গোষ্টির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রায় ৩০ মিনিট ধরে বিক্ষোভ করে তারা।মানববন্ধনে শ্রী রাজন হৃষি,প্রভাকর পাল প্রমূখ বক্তব্য রাখেন।এসময় বাদল দাসের পরিবারসহ প্রতিবেশী নারী-পুরুষরা অংশ নেয়।
জানা যায়,গরু চুরির অভিযোগে বাদল দাসের উপর দফায় দফায় মারপিট করে স্থানীয় কয়েকজন যুবক পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।ঘটনাটি রোববার রাতে পঞ্চগড় সদর উপজেলার পৌর খালপাড়া এলাকায় ঘটে।নিহত বাদল দাস পঞ্চগড় পৌরসভার খালপাড়া এলাকার পশু দাসের ছেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন