ময়মনসিংহ জেলা ভালুকা উপজেলার প্রদীপ জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতি ও হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি এবং ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তার দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন করা হয়েছে। রোববার দুপুরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ওই মানববন্ধন করা হয়।
মানববন্ধন শেষে দোকানে লুটপাটে জড়িত ডাকাতের শাস্তি দাবি এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি তুলে উপজেলা নির্বাহী অফিসার'র নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার প্রদীপ জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতি ও হামলায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি এবং ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি তুলে ধরেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার সকল জুয়েলারি দোকান মালিকগন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন